মানিকগঞ্জে আরও ১৯ মৃত্যু 

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, মানিকগঞ্জ | 2023-08-14 23:18:57

মানিকগঞ্জে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ১৯ জন মারা গেছেন। এদের মধ্যে করোনায় মারা গেছেন ৮ জন এবং উপসর্গে ১১জন। একই সময়ে ৪২৫ টি নমুনা পরীক্ষায় ১২৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় আক্রান্তের হার ২৯ দশমিক ১৮ শতাংশ।

বৃহস্পতিবার (৫ আগস্ট) সকালে সিভিল সার্জন কার্যালয় এবং কোভিড ডেডিকেটেড হাসপাতাল কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছেন।

মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট কোভিড ডেডিকেটেড হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডা. কাজী  একেএম রাসেল বলেন, গত ২৪ ঘণ্টায় আমাদের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ১৬ জন। এদের মধ্যে করোনায় মারা গেছেন পাঁচ জন এবং উপসর্গে ১১জন।

এর আগের দিন মারা গেছেন আটজন। প্রতিদিনই মৃত্যু ও আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। আজ সকাল ১১টা পর্যন্ত  হাসপাতালে ভর্তি রয়েছেন ৩১৩জন রোগী। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৫৪জন। এদের মধ্যে ২৫ জন পজিটিভ এবং ২৯ জন আইসোলেশনে আছেন।

সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য কর্মকর্তা ডা. রফিকুন নাহার বন্যা, কোভিড হাসপাতালে মারা যাওয়া ১৬ জনের বাইরে গত ২৪ ঘণ্টায় আরও মারা গেছেন তিন জন। এসময়ে ৪২৫ টি নমুনা পরীক্ষায় ১২৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

আক্রান্তদের মধ্যে মানিকগঞ্জ সদরের ৫৩ জন, সিংগাইরে ৩২ জন, ঘিওরের ১৫ জন, শিবালয়ের ১০ জন, হরিরামপুরে আটজন, দৌলতপুরে চারজন এবং সাটুরিয়ার দুইজন।

তিনি আরও বলেন, জেলায় এ পর্যন্ত ৩৪ হাজার ১৩৫ টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছেন পাঁচ হাজার ৯০৬ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন তিন হাজার ৪০২ জন।

সংশ্লিষ্ট বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী জেলায় এ পর্যন্ত করোনায় মারা গেছেন ১০৭ জন।

এ সম্পর্কিত আরও খবর