মাস্ক পরিধান বাধ্যতামূলক করে ধাপে ধাপে বিধিনিষেধ শিথিল করা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। তবে এই মুহূর্তে পর্যটন কেন্দ্রগুলো খুলছে বলে জানান তিনি।
রোববার (০৮ আগস্ট) দুপুরে সচিবালয়ে নিজ অফিস কক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী একথা বলেন।
পর্যটন কেন্দ্রগুলো খুলছে কি না সাংবাদিকদের এমন প্রশ্নে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, না, মনে হয় না। পর্যটন কেন্দ্রগুলো মনে হয় এই মুহূর্তে খুলছে না। এটা আরও পরে।
তিনি বলেন, কতটুক কিভাবে শিথিল করা হবে সেসব বিষয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিলেই জানাতে পারবো, হয়তো সোমবার (৯ আগস্ট) সকালের মধ্যে প্রজ্ঞাপন জারি হবে।
প্রতিমন্ত্রী আরও বলেন, আমরা মাস্ক পরার ওপর জোর দিয়েছি। আমাদের সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। আগামী দিনে সবাইকে মাস্কও পরতে হবে কাজও করতে হবে। মাস্ক পরলে করোনা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।