চাঁদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২

জেলা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-25 15:51:50

চাঁদপুরে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রসহ দুইজন নিহত ও দুইজন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৩ অক্টোবর) ফরিদগঞ্জে ট্রাক্টরের চাপায় স্কুল ছাত্র আসিফ হোসেন ( ১২) এবং চাঁদপুর সদর উপজেলায় পিকআপভ্যান চাপায় ফেরদৌস হোসেন (৩৮) নামে দুইজন নিহত হয়েছেন।  এ সময় বিল্লাল হোসেন (৩৮) নামে একজন আহত হন।

এছাড়া হাজীগঞ্জ উপজেলায় বালুবাহী ট্রাকের ধাক্কায় শহীদুল ইসলাম নামের ব্র্যাক কর্মকর্তা আহত হন।

নিহত আসিফ হোসেন ফরিদগঞ্জ উপজেলার খাড়খাদিয়া গ্রামের মন্টু ঢালির ছোট ছেলে। মঙ্গলবার সকালে ফরিদগঞ্জ উপজেলার ১ নং বালিথুবা (প:) ইউনিয়নের খাড়খাদিয়া গ্রামের ঢালি বাড়ির সামনে এই ঘটনা ঘটে। সে চান্দ্রা ইমাম আলী উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্র।

ফরিদগঞ্জ থানার উপ-পরিদর্শক জাকারিয়া জানান, আসিফ তাদের ঢালি বাড়ির সামনের রাস্তায় দাঁড়িয়ে ছিলো, হঠাৎ ঘাতক ট্রাক্টর দ্রুতগতিতে এসে তাকে চাপা দেয়। সে ঘটনাস্থলেই মৃত্যু বরণ করে।  ট্রাক্টরের চালক পালিয়ে গেছে। আসিফের মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। এ বিষয়ে মামলা দায়ের করা হবে।

একইদিন সকাল সাড়ে আটটায় চাঁদপুর সদর উপজেলার কল্যাণপুর দাসাদি স্ট্রীল ব্রীজ সংলগ্নে পিকআপ ভ্যানের চাপায় স্থানীয় খান বাড়ির মান্নান তালুকদারের ছেলে ফেরদৌস খান (৩৬) নিহত হন। তিনি একজন কৃষক। একই বাড়ির বিল্লাল হোসেন খান (৫৫) এ ঘটনায় আহত। তাকে চাঁদপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

চাঁদপুর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা খলিলুর রহমান জানান, ঢাকা মেট্রো-ন-১৩-৪৮৫০- নম্বরের ঘাতক পিকআপ ভ্যানটি থানা হেফাজতে রয়েছ।

অপরদিকে চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের হাজীগঞ্জ পৌর বাস টার্মিনালে বালুবাহী ট্রাকের ধাক্কায় শহীদুল ইসলাম নামের ব্রাক কর্মকর্তা আহত হয়। তাকে হাজীগঞ্জ বাজারের মিডওয়ে হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।

এ সম্পর্কিত আরও খবর