বকেয়া বেতনের দাবিতে আশুলিয়ায় শ্রমিকদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধ
সাভারের আশুলিয়ায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন চার বছর আগে বন্ধ হওয়া লেনী ফ্যাশনস ও লেনী অ্যাপারেলস কারখানার শ্রমিকেরা। বকেয়া বেতনের দাবিতে এ কর্মসূচি পালন করছেন শ্রমিকরা। মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। বিকল্প সড়ক ব্যবহার করছেন অনেকে।
মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ৭টা থেকে আশুলিয়ার ঢাকা ইপিজেড এলাকায় নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে শ্রমিকরা এই অবস্থান কর্মসূচি পালন করেন। শ্রমিকদের অবরোধের মুখে সড়কটির উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
বিক্ষোভকারী একাধিক শ্রমিক জানান, চার বছর আগে শ্রমিকদের বেতন বকেয়া রেখে বন্ধ হয়ে যায় লেনী ফ্যাশন ও লেনী অ্যাপারেলস কারখানা। এরপর কারখানা দুটির একটি বিক্রি করে দেন বেপজা কর্তৃপক্ষ। কারখানা বিক্রির টাকা ব্যাংকে জমা থাকলেও শ্রমিকদের বকেয়া এখন পরিশোধ করা হয়নি।
তারা জানান, আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে বকেয়া বেতনের দাবিতে ডিইপিজেডের সামনে জড়ো হন এ দু'টি কারখানার শ্রমিকেরা। পরে তারা নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।
আন্দোলনকারী শ্রমিক বলেন, 'গত ৪ বছর ধইরা বেপজা আমাদের ঘুরাইতাছে। তারা বলে টাকা দিবো। সেপ্টেম্বরের ৯ তারিখে ফোন দিয়া বলছে আন্দোলনে যোগ দিয়েন না, নভেম্বরের ৩০ তারিখে টাকা দেয়া হবে। গতকাল আবার বলছে টাকা দিবে আরও পরে। আমাদের নির্দিষ্ট কোন তারিখ কেন দিচ্ছে না। তারিখ না দিলে আমরা সড়ক ছাড়ব না।'
অপর শ্রমিক মো. আজাদ বলেন, 'আমাদের একটি ফ্যাক্টরি বিক্রি হলেও আমাদের বকেয়া বেতনের টাকা দেয়া হচ্ছে না। আগের ফ্যাসিবাদ সরকারের কিছু দালাল এখনো রয়েছে তারা আমাদের ঘুরাচ্ছে। প্রধান উপদেষ্টা ও শ্রম উপদেষ্টার কাছে আমাদের দাব্বি এসকল কর্মকর্তাদের অপসারণ করতে হবে। বেপজার কর্মকর্তারা এখানে এসে ৩০ নভেম্বরের মধ্যে টাকা পরিশোধের ঘোষণা না দেয়া পর্য়ন্ত আমরা সড়কেই অবস্থান করব।'
এদিকে শ্রমিকদের মহাসড়ক অবরোধের কারণে মহাসড়কের উভয় পাশে যানজটের সৃষ্টি হয়েছে। অবরোধের খবর জানতে পেরে অনেক পরিবহন চালক বিকল্প সড়ক ব্যবহার করছেন।
সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম বলেন, 'শ্রমিকেরা ডিইপিজেডের সামনে মহাসড়ক অবরোধ করায় যানজটের সৃষ্টি হয়েছে। ওই সড়ক ব্যবহারকারী যানজট এড়াতে বিকল্প সড়ক ব্যবহার করছেন।'
আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১ এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সারোয়ার আলম বলেন, 'লেনী ফ্যাশনস ও লেনী অ্যাপারেলস কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করছেন। এর আগেও তারা একই দাবিতে সড়ক অবরোধ করলে আমরা তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিয়েছিলাম। আজকেও বুঝিয়ে সরিয়ে দেয়ার চেষ্টা করা হচ্ছে।'
এ বিষয়ে বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা (বেপজা) এর জনসংযোগ কর্মকর্তা আনোয়ার পারভেজ জানান, করোনাকালীন সময়ে বন্ধ হয়ে যাওয়া লেনী ফ্যাশনস ও লেনী অ্যাপারেলস এর শ্রমিকদের পাওনাদী পরিশোধের জন্য কাজ করছে বেপজা কর্তৃপক্ষ। কারখানাটি নিলামের মাধ্যমে বিক্রয়ের প্রক্রিয়া চলছে। বিক্রয় প্রক্রিয়া শেষ হলে দ্রুততম সময়ের মধ্যে শ্রমিকদের পাওনাদি পরিশোধ করে দেয়া হবে।