আশুগঞ্জে ৪৫ লাখ টাকার কারেন্ট জাল জব্দ

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ব্রাহ্মণবাড়িয়া | 2023-08-25 23:28:10

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ৪৫ লাখ টাকা মূল্যের দেড় লাখ মিটার কারেন্ট জাল ও পাঁচ সেট চায়না রিং জাল জব্দ করে পুড়িয়ে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) দুপুরে আশুগঞ্জের মেঘনা নদীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব জাল জব্দ করে আশুগঞ্জ উপজেলা মৎস্য দফতর ও নৌ পুলিশের সদস্যরা। পরে উপজেলার আড়াইসিধা ইউনিয়নের বাজার চারতলা এলাকায় তা জনসম্মুখে পুড়িয়ে দেওয়া হয়। আশুগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা রওনক জাহান এসময় উপস্থিত ছিলেন।

আশুগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা রওনক জাহান বলেন, সকাল থেকে দুপুর পর্যন্ত নৌ পুলিশের সহায়তায় মেঘনা নদী, চরচারতলা বিল, বাজার চারতলা বিলে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনের আলোকে অভিযান পরিচালনা করা হয়। এসময় দেড় লাখ মিটার সরকার নিষিদ্ধ অবৈধ কারেন্ট জাল ও পাঁচ সেট চায়না রিং জাল জব্দ করে তা জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ৪৫ লাখ টাকা।

এ সম্পর্কিত আরও খবর