খালেদা জিয়ার উপদেষ্টাসহ ২ সাবেক প্রতিমন্ত্রী বিকল্পধারায়

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-26 08:47:36

বিকল্পধারা বাংলাদেশে যোগদান করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ও সাবেক ভাইস চেয়ারম্যান শমসের মুবিন চৌধুরী, এরশাদ সরকারের সাবেক প্রতিমন্ত্রী গোলাম সারোয়ার মিলন ও বিএনপি-জামায়াত জোট সরকারের সাবেক প্রতিমন্ত্রী নাজিম উদ্দিন আল আজাদ।

শুক্রবার (২৬ অক্টোবর) বিকেলে বিকল্পধারা বাংলাদেশের অঙ্গ সংগঠন বিকল্প যুবধারার বিশেষ কাউন্সিল অনুষ্ঠানে এই যোগদান সম্পন্ন হয়।

বিকল্পধারার সভাপতি ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর হাতে ফুল দিয়ে তারা দলে যোগ দেন।

এ সময় উপস্থিত ছিলেন মহাসচিব অধ্যাপক আব্দুল মান্নান, যুগ্ম মহাসচিব মাহী বি. চৌধুরী, ২০ দল ত্যাগী বাংলাদেশ নাপের চেয়ারম্যান জেবেল রহমান গাণি, মহাসচিব গোলাম মোস্তফা ভুঁইয়া, এনডিপি চেয়ারম্যান খন্দকার গোলাম মোর্ত্তুজা, লেবার পার্টির মহাসচিব হামদুল্লাহ আল মেহেদীসহ অন্য নেতারা।

এ সম্পর্কিত আরও খবর