সিলেটের বিয়ানীবাজারে এক মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পৌরসভার ফতেহপুর এলাকার হযরত হায়দর শাহ (রহঃ) হাফিজিয়া মাদরাসার প্রিন্সিপাল হাফিজ আব্দুর রহিমকে (৫৫) আটক করা হয়েছে।
বুধবার (১৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯ টার দিকে তাকে বিয়ানীবাজার থানায় হস্তান্তর করে বিজিবি। এর আগে ওইদিন দুপুরে বিজিবি সদস্যরা জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করেন।
জানা যায়, বিয়ানীবাজার বিজিবি ৫২ ব্যাটালিয়নের এক সৈনিকের ছেলে ওই মাদ্রাসার ছাত্র (১৫)। সম্প্রতি সে মাদ্রাসায় যাওয়া বন্ধ করে দেয়। কারণ জানতে চাইলে সে বলাৎকারের বিষয়টি বাবাকে জানায়। ওই বিজিবি সদস্য ঘটনাটি ৫২ ব্যাটলিয়নের দায়িত্বশীলদের জানালে বুধবার দুপুরে মাদরাসার প্রিন্সিপাল হাফিজ আব্দুর রহিমকে জিজ্ঞাসাবাদের জন্য বিজিবি সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়।
পরে ঘটনার সত্যতা ও বলাৎকারের শিকার ওই ছাত্রের মৌখিক জবানবন্দী শেষে গতকাল রাত ৮টার দিকে তাকে বিয়ানীবাজার থানায় হস্তান্তর করা হয়।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় বার্তা২৪.কম’কে বলেন, মাদ্রাসার প্রিন্সিপালকে বিজিবি থানায় হস্তান্তর করেছে। এ ঘটনায় ছাত্রের বাবা থানায় মামলা করেছেন। সেই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হবে।