রংপুরে গুল ফ্যাক্টরিতে আগুনে ২৫ লাখ টাকার মাল পুড়ে ছাই

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রংপুর | 2023-08-26 12:19:13

রংপুরের কাউনিয়ার হারাগাছে উৎপাদন বন্ধ থাকা একটি গুল তৈরির ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার মালামাল ভষ্মীভূত হয়েছে।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) বিকাল সাড়ে পাঁচটার দিকে উপজেলার হারাগাছ পৌরসভার কলোনিগ্রামের পাশে শামিম গুল ফ্যাক্টরিতে এ আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস ও এলাকাবাসী জানায়, বিকালে হঠাৎ শামিম গুল ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে হারাগাছ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ফ্যাক্টরিতে থাকা গুলের কৌটা ও তামাকসহ অন্যান্য মালামাল পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত ফ্যাক্টরির মালিক হাজী শামীম হোসেন বলেন, কীভাবে আগুন লেগেছে তা বুঝতে পারছি না। করোনার শুরুর দিক থেকে ফ্যাক্টরিতে গুল উৎপাদন বন্ধ থাকলেও প্রায় ২৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।

হারাগাছ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা টিপু সুলতান বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে, তবে আমরা এখনও পুরোপুরি অগ্নিকাণ্ডের কারণ নিশ্চিত হতে পারিনি।

এ সম্পর্কিত আরও খবর