ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল ৬ ঘণ্টা পর শুরু

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ময়মনসিংহ | 2023-08-27 23:50:32

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সোহাগী রেলস্টেশনে বিজয় এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ার ৬ ঘণ্টা পর শুক্রবার (১৭ সেপ্টেম্বর) রাত ৪টার দিকে ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে ঈশ্বরগঞ্জে সোহাগী রেলস্টেশনে ইঞ্জিন বিকল হয়ে যায় বিজয় এক্সপ্রেস নামে একটি ট্রেনের।

স্থানীয় সূত্র জানায়, বিজয় এক্সপ্রেস ট্রেনটি ঈশ্বরগঞ্জের সোহাগী স্টেশনে পৌঁছালে ইঞ্জিনের ব্রেক চাপার সময় তিন নাম্বার বগির ব্রেক শো খুলে ঝুলে যাওয়ায় রেল লাইনের আইবোল্ট উঠে যায়। এ ঘটনায় রেললাইনের দুপাশের সড়কেও যান চলাচল বন্ধ হয়ে যায়। ৬ ঘণ্টা বন্ধ থাকে পাশাপাশি ঈশ্বরগঞ্জ-আঠারবাড়ি আঞ্চলিক সড়কের যান চলাচল। আটকা পড়ে পণ্যবাহী ট্রাকসহ অন্যান্য যানবাহন।

গৌরীপুর রেলওয়ে স্টেশন মাস্টার আব্দুর রশিদ জানান, ইঞ্জিন বিকল হওয়ার খবর পেয়ে ময়মনসিংহের কেওয়াটখালি লোকোশেড থেকে রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছায়। পরে বিকল ট্রেনটি ঠিক করা হলে ময়মনসিংহ-চট্টগ্রাম ট্রেন যোগাযোগ স্বাভাবিক করা হয়। ভোর ৪টার দিকে বিজয় এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায়।

এ সম্পর্কিত আরও খবর