বিশ্ব নদী দিবস আজ

, জাতীয়

নিউজ ডেস্ক, বার্তা ২৪ | 2023-09-01 23:32:12

বিশ্বের অন্যান্য দেশের মতো আজ রবিবার বাংলাদেশেও উদযাপিত হচ্ছে বিশ্ব নদী দিবস। নদী সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রতি বছর সেপ্টেম্বর মাসের শেষ রবিবার দিবসটি পালন করা হয়। বাংলাদেশে এবারে দিবসটির প্রতিপাদ্য করা হয়েছে 'বঙ্গবন্ধু, নদী ও পরিবেশ ভাবনা এবং আমাদের করণীয়।'

দিবসটি উদযাপনে আজ জাতীয় নদী রক্ষা কমিশনের উদ্যোগে আয়োজন করা হয়েছে আলোচনাসভা। নৌপরিবহন প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী এ অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন। এ ছাড়া বিভিন্ন বেসরকারি সংগঠনও নদী দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।

১৯৮০ সালে কানাডার ব্রিটিশ কলাম্বিয়া রাজ্যে শিক্ষক ও নদীপ্রেমিক মার্ক অ্যাঞ্জেলোর উদ্যোগে সেপ্টেম্বর মাসের শেষ রবিবার দিবসটি পালনের সূচনা করা হয়। পরে যুক্তরাষ্ট্র, ইউরোপ ও অস্ট্রেলিয়ায় তা ছড়িয়ে পড়ে।

২০০৫ সালে জাতিসংঘ নদী রক্ষায় জনসচেতনতা তৈরি করতে 'জীবনের জন্য জল দশক' ঘোষণা করে। সে সময়ই জাতিসংঘ দিবসটি অনুসমর্থন করে। এরপর থেকেই জাতিসংঘের বিভিন্ন সহযোগী সংস্থা দিবসটি পালন করছে, যা দিন দিন বিস্তৃত হচ্ছে। বাংলাদেশে ২০১০ সাল থেকে এ দিবস পালিত হচ্ছে।

এ সম্পর্কিত আরও খবর