রংপুরের পীরগাছায় বিভিন্ন বাজারে মৎস্য সংরক্ষণ আইনে অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৫০ হাজার টাকা মূল্যের ২৫০০ মিটার অবৈধ চায়না দুয়ারি রিং জাল জব্দ করা হয়।
সোমবার (২৫ অক্টোবর) দুপুরে অভিযানে নেতৃত্ব দেন ভ্রাম্যাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ শামসুল আরেফীন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা হাকিবুর রহমান।
মৎস্য অফিস জানায়, অবৈধ চায়না দুয়ারি রিং জাল দিয়ে দেশীয় মাছ ধ্বংস করা হচ্ছে। ওই জাল স্থানীয় বাজারে প্রকাশ্যে বিক্রি করা হয়। এমন অভিযোগ পেয়ে পীরগাছা বাজারে ক্রেতা সেজে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় ২৫০০ মিটার দৈর্ঘ্যের অবৈধ চায়না দুয়ারি রিং জাল জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে বিক্রেতা পালিয়ে যায়।
পরে উপজেলা চত্তরে জনসম্মুখে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আজিজ ও উপজেলা নির্বাচন কর্মকর্তা শোয়েব সিদ্দিকী প্রমুখ।