গফরগাঁওয়ে অবৈধ সিসা কারখানায় জরিমানা

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ময়মনসিংহ | 2023-08-26 01:53:12

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার লংগাইর ইউনিয়নের পশ্চিম গোলাবাড়ি এলাকায় অবৈধ ব্যাটারি কারখানায় অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৫ অক্টোবর) বিকাল ৪টার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো, তাজুল ইসলাম।

জানা যায়, পরিবেশ অধিদফতরের ছাড়পত্র না নিয়ে অবৈধভাবে আনিস মিয়া ব্যাটারির কারখানা নির্মাণ করে। সিসা গলিয়ে পরিবেশ নষ্ট করায় বাংলাদেশ পরিবেশ অধিদফতর আইনের ৬ (খ) ধারা অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। মালিক পক্ষকে সতর্ক করে প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন পাইথল ইউনিয়নের চেয়ারম্যান আফতাব ঢালী, পেশকার মুহিবুর রহমানসহ প্রশাসনের কর্মকর্তা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তাজুল ইসলাম বলেন, আইন অমান্য করে পরিবেশের ক্ষতি করায় এই জরিমানা করা হয়।

এ সম্পর্কিত আরও খবর