‘বালু উত্তোলন বন্ধ না হলে লোহার বাঁধেও কাজ হবে না’

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, জামালপুর | 2023-08-25 00:53:17

পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম বলেছেন, যতই আমরা প্রকল্প করি না কেনো, যদি বালু উত্তোলন বন্ধ করতে না পারি তাহলে লোহার বাঁধেও কাজ হবে না।

সোমবার (১ নভেম্বর) দুপুরে জামালপুরের ইসলামপুরে কুলকান্দি হার্ডপয়েন্টে বাঁধের ভাঙন অংশ পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন।

এসময় উপস্থিত ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল, মহিলা আসনের সংসদ সদস্য হোসনে আরা, পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রোকন উদ-দৌলা,পানি উন্নয়ন বোর্ডের মহাসচিব ফজলুর রশিদসহ আরও অনেকেই।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পানি সম্পদ প্রতিমন্ত্রী বলেন, পানি উন্নয়ন বোর্ডের কাজে একটু ধৈর্য ধরতে হয়, এক বছর ফিজিবিটি স্ট্যাডি করতে হয়, কারণ শুষ্ক মৌসুম ও মনসুন দুইটাই দেখতে হয় টিকসই বিষয়ে।

জানা গেছে, ৯০ কোটি টাকা ব্যয়ে যমুনার ভাঙন প্রতিরোধে ইসলামপুরের কুলকান্দি হার্ডপয়েন্ট থেকে গুঠাইল হার্ডপয়েন্টের আড়াই হাজার মিটার বাঁধ নির্মাণ করা হয়। বাঁধটি ২০২০ সালের জুন মাসে কাজ শেষ হয়। হঠাৎ গত বৃহস্পতিবার সকালে ইসলামপুরের কুলকান্দি এলাকায় যমুনার তীর রক্ষা প্রকল্পের ৯০ মিটার বাঁধ ধসে যায়।

এ সম্পর্কিত আরও খবর