রাজধানীর মিরপুরের১০ নম্বর বাসস্ট্যান্ডে পল্লবী ট্রাফিক পুলিশের কার্যালয়ে ভাঙচুর চালিয়েছেন বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলনরত পোশাক শ্রমিকরা।
বুধবার (২৪ নভেম্বর) সকালে মিরপুর ১০ নম্বর বাসস্ট্যান্ড অবরোধ করে পোশাকশ্রমিকরা এ ভাঙচুর চালান। মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার আ স ম মাহাতাব উদ্দিন বার্তা২৪.কম’কে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শ্রমিকরা মিরপুর ১০ নম্বর বাসস্ট্যান্ডে ট্রাফিক পুলিশ কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করেছেন। বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন মহলে জানানো হয়েছে। এই বিষয়ে আমরা আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।
ঘটনাস্থলে গিয়ে দেখা যয়, পল্লবী ট্রাফিক জোনের সহকারী পুলিশ কমিশনার কার্যালয়ের চারপাশে কাচের জানালা, দরজা ও ভেতরের আসবাবপত্র ভাঙচুর করা হয়েছে। বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষুব্ধ শ্রমিকদের একটি অংশ সহকারী পুলিশ কমিশনার কার্যালয়ে হামলা চালায়। পরে সেখানে দাঙ্গা পুলিশের সদস্যরা উপস্থিত হলে পোশাকশ্রমিকরা সেখান থেকে সরে যান। এরপর ওই সড়কে বাস চলাচল স্বাভাবিক হতে শুরু করে।
আরও পড়ুন: কুড়িল বিশ্বরোডে পোশাক শ্রমিকদের অবরোধ