২০২২ সালের এসএসসি-এইচএসসি পরীক্ষা বছরের মাঝামাঝি সময়ে

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-31 08:42:07

২০২২ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা বছরের মাঝামাঝি সময়ে হতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে এইচএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে এসে সাংবাদিকদের এ কথা জানান শিক্ষামন্ত্রী।

তিনি বলেন, ২০২২-এ পরীক্ষা পরিস্থিতির ওপর নির্ভর করে বছরের মাঝামাঝি নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। এসএসসি ও সমমান পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার কোনও সুযোগ নেই বলেও জানান মন্ত্রী।

মন্ত্রী বলেন, এইচএসসি পরীক্ষার্থীদের মধ্যে যাদের টিকা দেওয়া হয়নি কিংবা টিকা প্রথম ডোজ দিয়েছে তাদের পরীক্ষার পরপরই খুব দ্রুত টিকা দেওয়া হবে।

দীপু মনি আরও বলেন, ২৩ তারিখেও আমাদের এইচএসসি পরীক্ষা হবে। ওইদিন ইউপি নির্বাচনের তারিখ ছিলো। আমরা নির্বাচন কমিশনের সাথে সমন্বয় করেছি। তারা নির্বাচন পিছিয়েছে। যার কারণে ২৩ তারিখে পরীক্ষা যথাসময়ে অনুষ্ঠিত হবে বলে জানান মন্ত্রী।

এ সম্পর্কিত আরও খবর