দেশে ৮০% কোভিড রোগীই ডেল্টায় আক্রান্ত: স্বাস্থ্যের ডিজি

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-25 11:34:53

দেশে করোনাভাইরাসের সংক্রমণ আবারও ঊর্ধ্বমুখী। দেশে বর্তমানে যত কোভিড-১৯ রোগী রয়েছে, তাদের ৮০ শতাংশই ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম।

সোমবার (১৭ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের সম্মেলন কক্ষে কোভিড-১৯ এর বর্তমান পরিস্থিতি নিয়ে আায়োজিত এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, করোনার নতুন ধরন ওমিক্রন শনাক্ত হওয়ার পর থেকেই দেশে সংক্রমণ বাড়ছে। যা রীতিমতো উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। সংক্রমণের হার ইতিমধ্যেই ২০ শতাংশ ছাড়িয়েছে ।

স্বাস্থ্যের ডিজি বলেন, অনেকেই মনে করছেন অতিসংক্রামক ধরন ওমিক্রনের কারণে সংক্রমণ বাড়ছে। কিন্তু আমরা বলতে চাই, দেশে এখনো ডেল্টার সংক্রমণ হচ্ছে, তবে ওমিক্রনও ছড়িয়েছে।

তিনি দ্রুত টিকা নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, এখন যারা আক্রান্ত হচ্ছেন তাদের অধিকাংশই টিকা নেননি। এছাড়া কো-মরবিডিটির (ক্যানসার, হৃদরোগ ও উচ্চরক্তচাপজনিত) কারণেও মারা যাচ্ছে।

দেশে এ পর্যন্ত ওমিক্রনে আক্রান্ত হয়ে কতজন মারা গেছে, এ সম্পর্কিত সুনির্দিষ্ট কোনো তথ্য নেই বলেও জানান তিনি।

এ সম্পর্কিত আরও খবর