বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন বড় সম্মানের

, জাতীয়

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-25 23:50:32

গত তিন বছরে বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করা আমার জীবনের একটি বড় সম্মান ও আনন্দের বিষয়। আমি বিস্ময়কর স্মৃতি এবং একটি কৃতজ্ঞ হৃদয় সঙ্গে নিয়ে প্রস্থান করছি।

শুক্রবার ( ২১ জানুয়ারি) বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছাড়ার সময় টুইট বার্তা এসব কথা বলেন।

সূত্র জানিয়েছে, এরইমধ্যে মিলার তার পূর্বনির্ধারিত সব অফিসিয়াল সাক্ষাৎ সম্পন্ন করেছেন। তবে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন সংক্রমণের ঝুঁকিসহ বিভিন্ন কারণে প্রেসিডেন্ট মো. আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎ পাওয়া সম্ভব হয়নি।

উল্লেখ্য, ২০১৮ সালের ১৮ ই নভেম্বর বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে যোগ দেন মিলার।

এ সম্পর্কিত আরও খবর