এক বছর আগে বিক্রি, ময়মনসিংহে কিশোরীকে উদ্ধার

ময়মনসিংহ, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-21 19:52:13

চট্টগ্রাম থেকে মানবপাচারের শিকার হওয়া তানিয়া আক্তার (১৬) নামে এক কিশোরীকে প্রায় এক বছর পর ময়মনসিংহ থেকে উদ্ধার করেছে র‌্যাব।

শনিবার (১৭ নভেম্বর) দুপুরে র‍্যাব-১৪ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‍্যাব জানায়, ওই কিশোরী গার্মেন্টসে কাজ করত। এক বছর আগে সে অপহরণের শিকার হয়ে মানবপাচারকারীর খপ্পরে পরে ময়মনসিংহে বিক্রি হয়ে যায়। তার পরিবার তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে গত ১৩ মার্চ চট্টগ্রামের ডাবলমরি থানায় একটি জিডি করেন।

র‍্যাব আরও জানায়, গত এক সপ্তাহ আগে একটি অনলাইন ডকুমেন্টারি ছবিতে ওই কিশোরীকে দেখে তার পরিবার চিনতে পারে। পরে কিশোরীকে উদ্ধারের জন্য র‌্যাবের সহায়তা চায় তারা। গতকাল শুক্রবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় ময়মনসিংহ শহরের গাঙ্গীনারপাড় এলাকায় অভিযান চালিয়ে মানবপাচারের শিকার ওই কিশোরীকে উদ্ধার করে র‍্যাব-১৪।

পরে তাকে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে তার প্রতিবেশীর মাধ্যমে মানবপাচারের শিকার হয়েছিল। এ বিষয়ে চট্টগ্রামের ডাবলমরি থানায় মানবপাচার আইনে মামলা দায়ের এবং আসামি গ্রেফতারের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানায় র‍্যাব।

এ সম্পর্কিত আরও খবর