সরকার এখনই বিদ্যুৎ-জ্বালানির দাম বাড়াতে চায় না: প্রতিমন্ত্রী

, জাতীয়

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-29 05:25:22

জ্বালানির দাম বেড়ে যাওয়ায় লোকসান গুণতে হচ্ছে। আমরা চেষ্টা করছি ভর্তুকি দিয়ে হলেও স্থিতিশীল রাখার, কতদিন রাখা যাবে জানি না। বড় পরিবর্তন হলে দাম বাড়ানোর সিদ্ধান্ত আসতে পারে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

সোমবার (১৪ মার্চ) বিদ্যুৎ ভবনে এক মিট দ্য প্রেস অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। ফোরাম ফর এনার্জি রিপোর্টাস (এফইআরবি) ও বিসিপিসিএল যৌথভাবে এই মিট দ্য প্রেস অনুষ্ঠানের আয়োজন করে।

প্রতিমন্ত্রী বলেন, ২১মার্চ পায়রা থেকে আনুষ্ঠানিকভাবে শতভাগ বিদ্যুতায়ন ঘোষণা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা বিশ্বের দশম দেশ আল্ট্রা সুপার ক্রিটিক্যাল বিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন করতে যাচ্ছি। আমাদের ১৩ হাজার মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র নির্মাণাধীন। শীত মৌসুমে বিদ্যুৎ রপ্তানির পরিকল্পনা চলছে। ৬০ লাখ সোলার হোমস সিস্টেম স্থাপন করা হয়েছে।

এক প্রশ্নের জবাবে বলেন, বিপিসি এখন দৈনিক ৮০ কোটি টাকা লোকসান দিচ্ছে। মাসে প্রায় আড়াই হাজার কোটি টাকা কতদিন এভাবে চালানো যাবে সেটাই প্রশ্ন। দিন রাতের মধ্যে ৬ হাজার মেগাওয়াট চাহিদার তারতম্য রয়েছে। এটা বেশ জটিল।

বিদ্যুৎ বিভাগের সচিব হাবিবুর রহমান বলেন, দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ ব্যতীক্রম, প্রতিবেশী দেশের তুলনায় বিদ্যুৎ সরবরাহে এগিয়ে। সন্দ্বীপে, রাঙ্গাবালিতে বিদ্যুৎ পৌঁছে দিয়েছি, ওই অঞ্চলের মানুষও এক সময় বিশ্বাস করতে চাননি বিদ্যুৎ পাবেন বলে। হাতিয়া নিঝুম দ্বীপে নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা নেওয়া হয়েছে। যমুনা, তিস্তার অনেক দুূগম চরাঞ্চলে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, বিদ্যুৎ জ্বালানি খাতের উন্নয়ন কমকাণ্ডে ইউক্রেন যুদ্ধের সরাসরি কোন প্রভাব এখনও পড়েনি। সব উন্নয়ন কমকাণ্ড সঠিক গতিতে চলছে। ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্রে রাশান কোম্পানি কাজ করছে, গ্যাজপ্রম কূপ খননে কাজ করছে। তাদের কাজে যুদ্ধের কোনো প্রভাব লক্ষ্যণীয় নয়।

পাওয়ার গ্রিড কোম্পানি যথা সময়ে কাজ করতে পারছে না। এতে পায়রা বিদ্যুৎকেন্দ্র রেডি হয়ে বসে থাকতে হয়েছে। এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ওদের কাজটি কিছুটা জটিল নদী নালা, জমি অধিগ্রহণ অনেক ইস্যু থাকে। তাই প্রকল্প বাস্তবায়নে বিলম্ব হতে পারে।

কাতার সফর প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, আমরা তাদের কাছে র্দীঘ মেয়াদে ১.৫ মিলিয়ন এমএম সিএফডি আমদানির অনুরোধ করেছি। তারা দু একদিনের মধ্যে এবিষয়ে আমাদের জানাতে চেয়েছে। আমরা তাদের কাছ থেকে এলএনজি আমদানি করছি। আমাদের চুক্তিতে দুই ধরনের অপশন রয়েছে, আমরা সর্বোচ্চ পরিমাণে গ্যাস সরবরাহের বিষয়ে বিবেচনা করার অনুরোধ করেছি।

বিসিপিসিএল'র সিইও এএম খোরশেদুল আলম বলেন, সম-অংশীদারিত্বের ভিত্তিতে চীনের সঙ্গে বিসিপিসিএল গঠিত হয়েছে। পায়রা ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রটি ৩৭মাসের মধ্য নির্মাণ সম্পন্ন হয়েছে। বিশ্বে সবচেয়ে কম সময়ে আধুনিক কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের রেকর্ড।

কয়লার দাম বেড়ে যাওয়ায় পায়রা বিদ্যুৎ কেন্দ্রের উপর প্রভাব পড়বে কিনা। জবাবে খোরশেদুল আলম বলেন, ৬৩০০ কিলো ক্যালরি কয়লার দাম বেড়েছে, আমরা কিনছি ৫০০০ কিলো ক্যালরি, যার দাম ১০৫ থেকে ১০৭ ডলার পড়ছে। সে কারণে এখনও সমস্যা দেখছি না।

এফইআরবি চেয়ারম্যান শামীম জাহাঙ্গীরের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পাওয়ার সেল'র মহাপরিচালক মোহাম্মাদ হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন এফইআরবি ইডি রিসান নসরুল্লাহ।

এ সম্পর্কিত আরও খবর