ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের মিছিলে ছাত্রলীগের হামলার প্রতিবাদে দুই দিনের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে ছাত্রদল।
বৃহস্পতিবার (২৬ মে) রাতে ছাত্রদলের দপ্তর সম্পাদক আজিজুল হক সোহেলের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২৮ মে দেশের সব জেলা-মহানগর ইউনিটে ও ২৯ মে দেশের সব উপজেলা, থানা, পৌরসভা এবং কলেজে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত, ছাত্রদলের পূর্বঘোষিত কর্মসূচি ঘিরে বৃহস্পতিবার ছাত্রলীগের সঙ্গে আবারও সংঘর্ষ হয়েছে। গুলিবর্ষণ, লাঠিসোঁটা নিয়ে ব্যাপক ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল বিনিময়ে রণক্ষেত্রে পরিণত হয় গোটা এলাকা। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শুরু হয়ে সংঘর্ষ ছড়িয়ে পড়ে হাইকোর্ট মোড় পর্যন্ত।
ঘণ্টাব্যাপী সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। এর মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাইকোর্ট এলাকায় একজন আইনজীবীর গাড়িও ভাঙচুর করা হয়।