ময়মনসিংহের ১১ আসনে ২৩ প্রার্থীকে বিএনপির চিঠি

ময়মনসিংহ, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪ | 2023-09-01 18:01:11

ময়মনসিংহ জেলার ১১টি সংসদীয় আসনে ২৩ জন প্রার্থীকে মনোনয়নের চিঠি দিয়েছে বিএনপি। চিঠিপ্রাপ্তদের মধ্যে পুরনো মুখের সঙ্গে রয়েছে নতুন মুখ।

এ তালিকায় শুধুমাত্র ময়মনসিংহ-১১ আসন ব্যতিত বাকি সব আসনে একাধিক প্রার্থী রয়েছে। এসব আসনে শেষ পর্যন্ত কারা হচ্ছেন ধানের শীষের চূড়ান্ত প্রার্থী- এমন প্রশ্ন দলীয় নেতাকর্মী ও সমর্থকদের।

মনোনয়নের চিঠিপ্রাপ্তরা হলেন, ময়মনসিংহ-১ আসনে সৈয়দ এমরান সালেহ প্রিন্স, আলী আজগর, আফজাল এইচ খান ও সালমান ওমর রুবেল।

ময়মনসিংহ-২ আসনে শাহ শহীদ সারোয়ার ও আবুল বাশার আকন্দ। ময়মনসিংহ-৩ আসনে ডা. আব্দুস সেলিম ও আহাম্মদ তায়েবুর রহমান হিরণ।

ময়মনসিংহ-৪ আসনে ডা. এ জেড এম জাহিদ হোসেন ও আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। ময়মনসিংহ-৫ আসনে এ কে এম মোশাররফ হোসেন ও জাকির হোসেন বাবলু।

ময়মনসিংহ-৬ আসনে ইঞ্জিনিয়ার শামসুদ্দিন আহমেদ ও আখতারুল আলম ফারুক। ময়মনসিংহ-৭ আসনে ডা. মাহাবুবুর রহমান লিটন ও আমিন সরকার। ময়মনসিংহ-৮ আসনে শাহ নূরুল কবির শাহীন ও লুৎফুল্লাহেল মাজেদ বাবু।

ময়মনসিংহ-৯ আসনে খুররম খান চৌধুরী ও ইয়াসের খান চৌধুরী। ময়মনসিংহ-১০ আসনে এবি সিদ্দিকুর রহমান ও আখতারুজ্জামান বাচ্চু এবং ময়মনসিংহ-১১ আসনে ফখরউদ্দিন আহমেদ বাচ্চু।

এ সম্পর্কিত আরও খবর