ইয়াবাসহ যুবলীগ নেতা আটক

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুডিগ্রাম | 2023-09-01 12:28:46

কুড়িগ্রামের উলিপুরে ইয়াবাসহ উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান বাবুকে (৪২) আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। এ সময় তার কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

সোমবার (২২ আগস্ট) সকালে পৌর শহরের জোনাইডাঙা এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করে পুলিশে সোর্পদ করা হয় বলে নিশ্চিত করেছেন অভিযানের নেতৃত্বে থাকা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিদর্শক মোকছেদ আলী সরকার।

আটক আসাদুজ্জামান বাবু ওই এলাকার সাহের আলীর ছেলে ও উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক বলে জানা গেছে। এর আগে ২০১৮ সালে তিনি সস্ত্রীক ইয়াবাসহ গ্রেফতার হয়েছিলেন বলে উলিপুর থানা সূত্রে জানা গেছে।

অভিযান সূত্রে জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিদর্শক মোকছেদ আলী সরকারের নেতৃত্বে একটি দল সোমবার সকালে পৌর শহরের জোনাইডাঙা এলাকার আসাদুজ্জামান বাবুর বাড়িতে অভিযান পরিচালনা করেন। এ সময় আসাদুজ্জামান বাবুর শয়ন কক্ষের বিছানার নিচ থেকে ২০ পিস ইয়াবা পায়। পরে মাদক রাখার অভিযোগে তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। পরে উপপরিদর্শক মোকছেদ আলী সরকার বাদী হয়ে উলিপুর থানায় আটক যুবলীগ নেতার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।

উপজেলা যুবলীগের আহবায়ক জয়নাল আবেদীন জানান, আসাদুজ্জামান বাবু উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে তার (আসাদুজ্জামানের) মাদকের সঙ্গে জড়িত থাকার দায় দল নিবে না বলে জানান তিনি।

উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ কবির বলেন, গ্রেফতার আসাদুজ্জামান বাবুকে সোমবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর