মিঠু হত্যা মামলার প্রধান আসামি রকি গ্রেফতার

, জাতীয়

উপজেলা করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গৌরীপুর (ময়মনসিংহ) | 2023-09-01 04:32:18

ময়মনসিংহের গৌরীপুর সরকারি কলেজের অর্নাস চতুর্থ বর্ষের ছাত্র জহিরুল ইসলাম মিঠু (২৩) হত্যা মামলার প্রধান আসামি এলাবার্ট ডেভিড রকিকে (২৫) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (১৭ সেপ্টেম্বর) রাতে জেলার মুক্তাগাছা পৌর শহর থেকে তাকে গ্রেফতারের পর গৌরীপুর থানায় হস্তান্তর করা হয়। গ্রেফতারকৃত রকি গৌরীপুর পৌর শহরের বাড়িওয়ালাপাড়া মহল্লার এলাবার্ট বাদলের ছেলে।

এর আগে গত ১৩ সেপ্টেম্বর গৌরীপুর পৌর শহরের পাটবাজার মোড়ে মিঠুকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। এ ঘটনায় মিঠুর বাবা মোখলেছুর রহমান বাদী হয়ে গত ১৬ সেপ্টেম্বর গৌরীপুর থানায় মামলা দায়ের করেন। মামলায় আসামি করা হয়- এলাবার্ট ডেভিড রকি (২৫), এলবার্ট ডেভিড সেন্টু (৪০) ও একরামুল হোসেন মামুন (৪৭) ও অজ্ঞাত ৫/৬ জন।

গৌরীপুর থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বলেন, মিঠু হত্যা মামলার প্রধান আসামিকে রোববার আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার অন্যান্য আসামিকে ধরার চেষ্টা চলছে।

এ সম্পর্কিত আরও খবর