কৃষি খামার শ্রমিকদের ১৩ দফা দাবি বাস্তবায়নে মানববন্ধন

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, মেহেরপুর | 2023-09-01 23:00:12

মেহেরপুরে সরকারি কৃষি খামার শ্রমিকদের বেতন বৃদ্ধিসহ ১৩ দফা দাবি আদায়ে মানববন্ধন করা হয়েছে। 

শুক্রবার (২১ জুলাই) সকালে মেহেরপুর বীজ উৎপাদন খামার (বিএডিসি) বারাদীতে এ মানববন্ধন করেন খামারে কর্মরত শ্রমিকরা।

কেন্দ্রীয় কমিটির কর্মসূচির আলোকে শ্রমিকরা দাবি আদায়ের লক্ষ্যে বারাদী খামার প্রাঙ্গণে মানববন্ধন শেষে খামার এলাকায় শোভাযাত্রা করেন।

বাংলাদেশ কৃষি ফার্ম শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার বলেন, কৃষি মন্ত্রণালয়ের অধীনস্থ বেশ কিছু প্রতিষ্ঠান সরকারি সকল সুবিধা পেলেও কৃষি খামার শ্রমিকেরা সকল প্রকার সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। একই প্রতিষ্ঠানে দীর্ঘদিন কাজ করেও শ্রমিকদের বেতন বাড়ছে না, তাদের নিয়মিতকরণ করা হচ্ছে না, সরকারি কর্মকর্তারা ইচ্ছেমাফিক শ্রমিক ছাঁটাই ও কাজ দিচ্ছেন, শ্রমিকেরা ছুটি ভোগ করতে পারে না, চিকিৎসা ভাতা পায় না এই সকল দাবি বাস্তবায়নের লক্ষ্যে কৃষি ফার্ম শ্রমিক ফেডারেশন ১৩ দফা দাবি আদায়ে কর্মসূচি গ্রহণ করেছে। তিনি বলেন, কৃষি ফার্ম শ্রমিকদের ক্ষেত্রে সরকারি কোন নীতিমালা বাস্তবায়ন করা হচ্ছে না।

বারাদী কৃষি ফার্ম শ্রমিক ফেডারেশনের সভাপতি আলতাব হোসেন বলেন, কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দাবি আদায়ের লক্ষ্যে দশ দিনব্যাপী আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে। এ সময় বক্তব্য রাখেন শ্রমিক নেতা শাহাবুদ্দিন, আব্দুর রশিদ, মিঠুন আলী, সাবিরুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন বারাদী কৃষি ফার্ম শ্রমিক ফেডারেশনের সহ-সভাপতি আজগার আলী খোকন, সাধারণ সম্পাদক কাজী আলম, আলিমদ্দীন, আক্তার হোসেন, মিনহাজ উদ্দীন, জিয়া, সামাদ, রফিকসহ আরও অনেকে।

শ্রমিকদের বেতন বৃদ্ধি, নিয়মিতকরণ ও বাৎসরিক দুইটি উৎসব ভাতা প্রদান সহ ১৩ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে বারাদী খামারের শ্রমিকেরা এ কর্মসূচি পালন করে। ২১শে জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত দশ দিনব্যাপী এই কর্মসূচি পালন করা হবে বলে জানা যায়।

এ সম্পর্কিত আরও খবর