মোংলা বন্দরে নৌযান শ্রমিকদের কর্মবিরতি শুরু
মোংলা বন্দরে নৌযান শ্রমিকদের লাগাতার কর্মবিরতি পালন শুরু হয়েছে। চাঁদপুরে কার্গো জাহাজে খুন হওয়া শ্রমিকদের প্রত্যেক পরিবারকে ২০ লাখ টাকা ক্ষতিপূরণ ঘোষণা এবং দেশের সকল নৌপথে সন্ত্রাস, চাঁদাবাজী ও ডাকাতি বন্ধে সরকারের পক্ষ থেকে কোন পদক্ষেপ না নেয়ায় গত মধ্যরাত (২৬ ডিসেম্বর) ১২টা ১ মিনিট থেকে এ কর্মবিরতি শুরু করেছেন নৌযান শ্রমিকেরা।
বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি মোঃ শাহ আলম ও সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম এক যৌথ বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
তারা বলেন, সকল ধরণের পণ্যবাহী, তেল-গ্যাসবাহী ও বালুবাহী নৌযানের শ্রমিকেরা লাগাতার কর্মবিরতি শুরু করেছেন। তাদের দাবী আদায় না হওয়া পর্যন্ত এ কর্মবিরতি কর্মসূচি পালন অব্যাহত থাকবে। তবে যাত্রী সাধারণের দুর্ভোগের বিষয় বিবেচনা করে আপাতত সব ধরণের যাত্রীবাহী নৌযান কর্মবিরতির আওতামুক্ত থাকবে বলেও জানান তারা।
বাংলাদেশ লঞ্চ লেবার এ্যাসোসিয়েশনের মোংলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন চৌধুরী বলেন, গত মধ্যরাত থেকে সারাদেশে নৌযান শ্রমিকদের কর্মবিরতি শুরু হয়েছে। এর ফলে দেশব্যাপী নৌযান চলাচল, পণ্য পরিবহন ও বোঝাই-খালাসের কাজ বন্ধ থাকবে। এতে সারাদেশের নৌযান সেক্টরে অচলাবস্থার সৃষ্টি হবে। এর আগে আমরা দাবী পূরণে আল্টিমেটাম দিয়েছিলাম, তা বাস্তবায়ন করলে দেশের নৌপথে আজ এ অচলাবস্থার সৃষ্টি হতো না। এ দায় সরকারকেই নিতে হবে বলেও জানান তিনি।
উল্লেখ্য, এর আগে এ দাবীতে গত কয়েকদিন ধরে বিক্ষোভ ও পথসভা করে লাগাতার কর্মবিরতি পালনের আল্টিমেটাম দিয়ে আসছিলেন নৌযান শ্রমিকেরা।