জাতীয় প্রেসক্লাবের সভাপতি সাইফুল, সাধারণ সম্পাদক ফরিদা

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-26 14:44:36

জাতীয় প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি সাইফুল আলম ও ফরিদা ইয়াসমিন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। নির্বাচনে সাইফুল-ফরিদা প্যানেল নিরঙ্কুশ জয়লাভ করেন। তাদের প্রতিদ্বন্দ্বী প্যানেল ছিলো বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরাম থেকে শওকত মাহমুদ-ইলিয়াস খান প্যানেল।

সভাপতি পদে দৈনিক যুগান্তরের সম্পাদক সাইফুল আলম পেয়েছেন ৬২১ ভোট এবং তার প্রতিদ্বন্দ্বী শওকত মাহমুদ পেয়েছেন ৪৩১ ভোট। সাধারণ সম্পাদক পদে ফরিদা ইয়াসমিন ৫৬৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।  তার প্রতিদ্বন্দ্বী ইলিয়াস খান পেয়েছেন ৪০৬ ভোট। সিনিয়র সহসভাপতি পদে মো: ওমর ফারুক  ৪৪২ ভোট  এবং সহসভাপতি পদে  আজিজুল ইসলাম ভূঁইয়া ৫৫৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এছাড়া যুগ্ম সম্পাদক পদে শাহেদ চৌধুরী ৫৯১ এবং মাইনুল আলম ৫৫৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

অন্যদিকে শ্যমল দত্ত কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৫৯৩ ভোট। 

সদস্য হিসেবে যারা নির্বাচিত হয়েছন, শামসুদ্দিন আহমেদ চারু, শাহনাজ বেগম, হাসান আরেফিন, কুদ্দুস আফরাদ, রেজোয়ানুল হক রাজা, কল্যাণ সাহা, সানাউল হক, জাহিদুজ্জামান ফারুক, সৈয়দ আবদাল আহমেদ, বখতিয়ার রানা।

কার্যনির্বাহী সদস্যের ১০ পদে ২৬ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

বিজয়ীরা আগামী দুই বছর জাতীয় প্রেসক্লাবের নেতৃত্ব দেবেন।

মঙ্গলবার (১৮ ডিসেম্বর) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে প্রেসক্লাব প্রাঙ্গণে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচনে ১৭ সদস্যের ব্যবস্থাপনা কমিটির বিপরীতে ৪৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা এক হাজার ২১২ জনের মধ্যে এক হাজর ৬৭ সদস্য ভোট দেন।

এ সম্পর্কিত আরও খবর