রংপুর নগরীতে একটি ছাত্রীনিবাসের পাঁচ তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে কল্পনা খাতুন (১৯) নামে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বিকালে বিষয়টি নিশ্চিত করেন কোতয়ালী থানার ওসি (তদন্ত) শাহ আলম। এর আগে একই দিন ভোরে নগরীর খামার (তাবলীগ মসজিদ সংলগ্ন) এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত কল্পনা খাতুন দিনাজপুরের পাবর্তীপুর উপজেলার হরিরামপুর গ্রামের মোক্তারুল ইসলামের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জনা গেছে, ওই এলাকার স্বপ্ন নীড় ছাত্রী নিবাসে থেকে লেখাপড়া করতেন কল্পনা। তিনি বদরগঞ্জ ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।
মঙ্গলবার ভোরে আকস্মিক পাঁচতলা বিশিষ্ট ছাত্রীনিবাসের ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়েন কল্পনা। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয়।
কোতয়ালী থানার ওসি (তদন্ত) শাহ আলম বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।