মিঠাপুকুরে শিক্ষার্থীদের পরিচপত্রে শেখ মুজিব ও শেখ রাসেলের ছবি

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রংপুর
  • |
  • Font increase
  • Font Decrease

পরিচপত্রে শেখ মুজিব ও শেখ রাসেলের ছবি/ছবি: সংগৃহীত

পরিচপত্রে শেখ মুজিব ও শেখ রাসেলের ছবি/ছবি: সংগৃহীত

রংপুরের মিঠাপুকুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞানমেলায় শিক্ষার্থীদের পরিচয়পত্রে শেখ মুজিবুর রহমান ও শেখ রাসেলের ছবি থাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে।

সোমবার( ১৩ জানুয়ারী) রংপুর মিঠাপুকুর উপজেলা চত্বর মাঠে এই ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

এই মেলার উদ্বোধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিকাশ চন্দ্র বর্মণ বিজ্ঞানমেলার বিভিন্ন প্রজেক্ট ঘুরে দেখানোর সময় উপজেলার পাইকান উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের গলায় পরিচয়পত্রে শেখ মুজিবুর রহমান ও শেখ রাসেলের ছবি দেখতে পান।

পরে খোঁজ নিয়ে জানা যায়, পাইকান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউজ্জামান মিঠাপুকুর উপজেলা আওয়ামী লীগের একজন অন্যতম নেতা। এ কারণে এখনও তিনি মুজিব পরিবারের অস্তিত্ব ধরে রাখতে চান। আর তাই শিক্ষার্থীদের পরিচয়পত্রে শেখ মুজিবুর রহমান ও শেখ রাসেলের ছবি রেখেছেন।

বিজ্ঞাপন

এবিষয়ে পাইকান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউজ্জামান জানান, আজকে এটা ভুলক্রমে হয়েছে। কাল থেকে আর হবে না ।

মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিকাশ চন্দ্র বর্মন বলেন, বিষয়টি সম্পর্কে আমি অবগত ছিলাম না। তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞানমেলায় শিক্ষার্থী, উপজেলার বিভিন্ন কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপজেলা পরিষদ চত্বরে আসেন।