নয়াপল্টনে বি‌জি‌বি মোতা‌য়েন

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-11-15 16:53:48

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফ‌সিল ঘোষণা‌কে কেন্দ্র ক‌রে রাজধানীর নয়াপল্টনে বিএন‌পি কার্যালয় কে‌ন্দ্রিক অ‌স্থি‌তিশীল প‌রি‌স্থি‌তি নিয়ন্ত্রণে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। মোতায়েন করা হ‌য়ে‌ছে বর্ডার গার্ড বাংলা‌দেশ (বি‌জি‌বি)।

বুধবার (১৫ নভেম্বর) বিকেলে রাজধানীর নয়াপল্টন নাইটিঙ্গেল মো‌ড়ে ৪ পল্টুন বি‌জি‌বির অবস্থান দেখা গে‌ছে।

এছাড়া বিএন‌পির কার্যালয় কে‌ন্দ্রিক আইনশৃঙ্খলা রাক্ষাকারী বা‌হিনী পু‌লিশ কর্তৃক ক‌ঠোর নিরাপত্তার ম‌ধ্যে অবস্থান কর‌তে দেখা গে‌ছে।

এ‌দি‌কে, বুধবার সকালে আগারগাঁও নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের সচিব জাহাঙ্গীর আলম গণমাধ্যমকে জা‌নি‌য়ে‌ছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল আজ সন্ধ্যা ৭টায় ঘোষণা করা হবে।

জাহাঙ্গীর আলম বলেন, বর্তমান নির্বাচন কমিশন দায়িত্ব নেওয়ার পর থেকে বিভিন্ন অংশীজনের সঙ্গে সভা করে তারা একটি রোডম্যাপ ঘোষণা করেছে। ঘোষিত রোডম্যাপের ধারাবাহিকতা অনুযায়ী আজ বিকাল ৫টায় নির্বাচন কমিশনের ২৬তম সভা অনুষ্ঠিত হবে। এ সভায় মনোনয়নপত্র জমার শেষ সময়, বাছাই, প্রত্যাহারের শেষ দিন ও ভোটের দিণক্ষণ চূড়ান্ত হবে। তারপর সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দিয়ে নির্বাচনের তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

এ সম্পর্কিত আরও খবর