নাশকতার মামলায় রংপুরের মাহিগঞ্জ থানা জামায়াতে ইসলামীর আমির আজিজুল ইসলামকে গ্রেফতার করেছে মেট্রোপলিটন মাহিগঞ্জ থানা পুলিশ।
রোববার (১৯ নভেম্বর) দুপুরে জামায়াত নেতাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (ক্রাইম) আবু মারুফ হোসেন।
তিনি জানান, শনিবার (১৮ নভেম্বর) রাতে নাশকতা মামলার আসামি রংপুর মহানগরের মাহিগঞ্জ থানার জামায়াতে ইসলামীর আমির আজিজুল ইসলামকে গ্রেফতার করা হয়।
এদিকে নির্বাচন কমিশন ঘোষিত তফসিল প্রত্যাখান করে সরকারের পদত্যাগের এক দফা দাবিতে বিএনপি-জামায়াতসহ সমমনা দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার হরতালের প্রথম দিন রোববার (১৯ নভেম্বর) সকাল থেকে রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল, কামারপাড়া ঢাকা কোচ স্ট্যান্ডসহ নগরীর বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে, যাত্রী অভাব ও নিরাপত্তার আশঙ্কায় ঢাকা, সিলেট, বরিশাল, চট্টগ্রাম, যশোর, খুলনাসহ বিভিন্ন রুটের দূরপাল্লার কোনো বাস চলাচল করছে না।
সকাল থেকে এ রিপোর্ট লেখা (দুপুর ৩টা) পর্যন্ত রংপুর নগরীতে অবরোধের সমর্থনে বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের কোনো তৎপরতা চোখে পড়েনি।
রংপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (ক্রাইম) আবু মারুফ হোসেন বলেন, রংপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। জনজীবন স্বাভাবিক রাখতে রংপুর মেট্রোপলিটন পুলিশ সর্বাত্বকভাবে মাঠে রয়েছে।