রাজধানীর গুলিস্তানের বঙ্গবন্ধু এভিনিউ-এর আওয়ামী লীগের পার্টি অফিসের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
রোববার (১৯ নভেম্বর) রাত ৯টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন
এ ঘটনায় র্যাবের বোম্ব ডিস্পোজাল ইউনিট ও ডগ স্কোয়াড টিম ঘটনাস্থলে যাচ্ছে।
পল্টন মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সালাউদ্দিন মিয়া বলেন, রাত ৯ টা ৪০ মিনিটের দিকে গুলিস্তানের বঙ্গবন্ধু এভিনিউতে একটি ককটেল বিস্ফোরিত হয়েছে। এ ঘটনায় এক জন হাতে আঘাতপ্রাপ্ত হয়েছেন। প্রাথমিকভাবে আহতের নাম জানা যায়নি।