মালিবাগে পরিস্থিতি নিয়ন্ত্রণে, যান চলাচল স্বাভাবিক

জেলা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-09-01 20:13:00

মালিবাগে সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে গাড়ি ভাঙচুর ও উত্তপ্ত পরিবেশ এখন পুলিশের নিয়ন্ত্রণে। পাশাপাশি সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

মঙ্গলবার (১ জানুয়ারি) দুপুরে গার্মেন্টসের ২ নারী কর্মীর নিহতের ঘটনায় বিক্ষুব্ধ শ্রমিকরা রাস্তায় নেমে আসে। এ সময় প্রায় ৩০টির অধিক গাড়ি ভাঙচুর করাসহ ২টি গাড়িতে অগ্নিসংযোগ করে।

প্রায় তিন থেকে চার ঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে তেঁজগাও এবং মতিঝিল থানা পুলিশ।

আরও পড়ুন:

সুপ্রভাত বাসের চাপায় নিহত দুই তরুণী

মালিবাগে গাড়িতে আগুন, ভাঙচুর, যান চলাচল বন্ধ

‘তোমরা শান্ত হও, দোষীদের বিচার হবে’

সন্ধ্যা পৌনে ৭ টার দিকে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তেজগাঁও বিভাগের উপকমিশনার বিপ্লব কুমার সরকার। তিনি বলেন, ‘বিক্ষুব্ধ শ্রমিকরা আমাদের ভাই-বোন। আমরা যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়েছি। আমরা অ্যাকশনে না গিয়ে বুঝিয়ে তাদের রাস্তা ছাড়তে বলেছি।’

বিপ্লব কুমার বলেন, ‘প্রাথমিকভাবে তারা আবেগাপ্লুত হয়ে পড়ে। সে সময় তারা অনেক গাড়ি ভাঙচুর করে। ঘণ্টা দুয়েক পর পুলিশ বুঝিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এখন তারা রাস্তা থেকে সরে গেছে। যান চলাচলও স্বাভাবিক করে দিয়েছি।’

তিনি আরও বলেন, ‘এ ঘটনায় মতিঝিল জোনের আমাদের এক পুলিশ কর্মকর্তা আহত হয়েছে। তবে ঘাতক সুপ্রভাত গাড়ির চালককে গ্রেফতার না করতে পারলেও এ ঘটনার সুষ্ঠু বিচার দিতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।’

এ সম্পর্কিত আরও খবর