‘তোমরা শান্ত হও, দোষীদের বিচার হবে’

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪

ছবি: বার্তা২৪

মালিবাগের চৌধুরীপাড়ায় সড়ক দুর্ঘটনায় এমএইচ ফ্যাশন গ্যার্মেন্টসের দুই নারী শ্রমিক নিহত হয়েছেনে। এ ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে মালিবাগের ডিআইটি রোড এলাকায়।

ওই এলাকায় ২০ থেকে ২৫ টি গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ গার্মেন্টস কর্মী। ফলে সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এসময় গার্মেন্টস কর্মীদের সঙ্গে পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে।

বিজ্ঞাপন

সরেজমিনে দেখা যায়, তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার বিক্ষুদ্ধ গার্মেন্টস কর্মীদের শান্ত হওয়ার আহ্বান জানিয়েছেন।

তিনি গার্মেন্টস কর্মীদের উদ্দেশ্যে বলেছেন, ‘তোমরা শান্ত হও দোষীদের বিচার হবে। তোমাদের কাউকে আটক করা হবে না। আমি কথা দিচ্ছি বিচার হবে। অনুরোধ করছি তোমরা রাস্তা ছেড়ে চলে যাও।’

বিজ্ঞাপন

আনুমানিক ২০ টির মত গাড়ি ভেঙেছে গার্মেন্টস কর্মীরা।