রাজধানীতে ২৪ ঘণ্টায় ১৮০০ মোটরসাইকেল মামলা

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-24 14:51:27

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনায় গত ২৪ ঘণ্টায় এক হাজার ৮০০ মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। এ সময় ৫৬টি মোটরসাইকেল জব্দ করা হয়।

শনিবার (৫ জানুয়ারি) দুপুরে বার্তা২৪কে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র মাসুদুর রহমান।

ট্রাফিক পুলিশের বরাত দিয়ে মাসুদুর রহমান জানান, ট্রাফিক আইন অমান্য করার কারণে মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা ও ৫৬টি মোটর সাইকেল জব্দ করার পাশাপাশি গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করার অপরাধে চালকের বিরুদ্ধে ২৬টি মামলা দেওয়া হয়।

তিনি আরো জানান, গত ২৪ ঘণ্টায় মোট চার হাজার ২৭১টি মামলায় ১৯ লাখ ৮৪ হাজার ৯০০ টাকা জরিমানা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ট্রাফিক বিভাগ। এছাড়াও অভিযানকালে ২৪টি গাড়ি ডাম্পিং ও ৪৯৭টি গাড়ি রেকার করা হয়েছে।

তাছাড়া উল্টোপথে গাড়ি চালানোর কারণে ৭৬৪টি গাড়ির বিরুদ্ধে মামলা, হাইড্রোলিক হর্ন ব্যবহার করার দায়ে ৮০টি, হুটার ও বিকনলাইট ব্যবহার করার জন্য আটটি, বিভিন্ন স্টিকার ব্যবহার করার জন্য দুইটি এবং মাইক্রোবাসে কালো গ্লাস লাগানোর জন্য ১৮টি গাড়ির বিরুদ্ধে মামলা করা হয়েছে।

ডিএমপি’র ট্রাফিক বিভাগের এ অভিযান অব্যহত থাকবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা। 

এ সম্পর্কিত আরও খবর