আখেরি মোনাজাতের মধ্য দিয়ে আজ শেষ হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। এরই মধ্যে গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে আখেরি মোনাজাতে অংশ নিতে মুসল্লিদের ঢল নেমেছে।
রোববার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টা থেকে ১১টার দিকে মাওলানা সাদের ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ আখেরি মোনাজাত পরিচালনা করবেন। এর আগে বাদ ফজর বয়ান করবেন ভারতের মাওলানা মুফতি মাকসুদ। তার বয়ান তরজমা করবেন বাংলাদেশের মাওলানা আবদুল্লাহ।
এরপর হেদায়েতি তথা দিক নির্দেশনামূলক বয়ান করা হবে। মোনাজাতে অংশ নিতে অনেকেই মধ্য রাতে রওনা হয়ে অংশ নিয়েছেন ফজর নামাজে।
আখেরি মোনাজাত উপলক্ষে বিশেষ বাস ও ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া মোনাজাতে মুসল্লিদের বাড়তি চাপ সামাল দিতে বিশেষ ট্রাফিক পরিকল্পনা নিয়েছে পুলিশ। ইজতেমার আয়োজকরা জানান, ফজরের নামাজের পর থেকে চলছে ধর্মীয় বয়ান।
দ্বিতীয় পর্বের এই ধর্মীয় সম্মেলনে ৫৪টি দেশের ৬ হাজারের বেশি বিদেশি মেহমান তাবলীগের জন্য সময় দিচ্ছেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মাহাবুব আলম জানান, দ্বিতীয় পর্বের ইজতেমার আখেরি মোনাজাতকে কেন্দ্র করে পূর্বের মতো নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ তৎপর রয়েছে। এবং মোনাজাত শেষ করে মুসল্লিরা যাতে ভোগান্তিহীন ভাবে ঘরে ফিরতে পারে তার জন্য আমরা কাজ করছি।