রাস্তা, ফুটপাতে বসেই আখেরি মোনাজাতের অপেক্ষায় মুসল্লিরা

, জাতীয়

রাজু আহম্মেদ, স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2024-02-11 12:01:22

গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। আখেরি মোনাজাতে অংশ নিতে মাইলের পর মাইল ইজতেমা মাঠে হেঁটে আসছেন মুসল্লিরা।

রোববার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টা থেকে ১১টার দিকে মাওলানা সাদের ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ আখেরি মোনাজাত পরিচালনা করবেন। এর আগে বাদ ফজর থেকে বয়ান শুরু করেছেন ভারতের মাওলানা মুফতি মাকসুদ। তার বয়ান তর্জমা করছেন বাংলাদেশের মাওলানা আবদুল্লাহ।

সরজমিনে ইজতেমা এলাকায় দেখা যায়, ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নিতে মাইলের পর মাইল হেঁটে আসছেন মানুষ। ইজতেমা প্রাঙ্গণে মুসল্লিরা বসার স্থান না পেয়ে আব্দুল্লাহপুর সহ আশেপাশের সড়কে বসেছেন মুসল্লিরা। পুরুষের পাশাপাশি নারীরাও আসছেন আখেরি মোনাজাতে অংশ নিতে। তবে যে কোন মূল্যে আখেরি মোনাজাতে অংশ নিতে পেরে খুশি মুসল্লিরা।

রংপুর থেকে আসা আলমগীর হোসেন নামের এক মুসল্লি বলেন, সারারাত অপেক্ষা করেছি এই মোনাজাতে অংশ নিতে। আল্লাহ মনের আশা পূরণ করেছেন আলহামদুলিল্লাহ। এখন মোনাজাতে অংশ নিতে বিশ্ব মঙ্গল কামনায় শামিল হব ইনশাআল্লাহ।

শরিফুল ইসলাম নামের আরেকজন বলেন, মহাখালী থেকে হেঁটে এসেছি। গাড়ি নেই সড়কে। ফজরে হাঁটা দিয়েছি। জায়গা নেই তাই রাস্তায় বসতে হয়েছে, তবে দুঃখ নেই।

মোছা. আমেনা খাতুন নামের এক নারী মুসল্লি বলেন, নারী পুরুষের আলাদা স্থান করলে ভালো হতো। আমরা নারীরা খুব কষ্ট করছি। আমরা মোনাজাতের আগেই এসেছি।

এদিকে সড়কে যানবাহন কম থাকায় আখেরি মোনাজাতে অংশ নিতে কিছুটা বেগ পেতে হয়েছে মুসল্লিদের। যানবাহন না থাকায় অতিরিক্ত ভাড়া দিয়ে অটো, সিএনজি, ও মোটরসাইকেল যোগে ইজতেমার মোনাজাতে যোগ দিচ্ছেন অনেকে।

আমানউল্লাহ নামের মুসল্লি বলেন, গাড়ি নেই, তাই সিএনজি ভাড়া চাচ্ছে বেশি। বাধ্য হয়ে আমাদের ১০০ টাকার ভাড়া ৩০০ টাকা দিয়ে আসতে হয়েছে। অন্যান্য দিনের মতো গাড়ি চললে আমাদের কষ্ট হতো না।

দিল্লির মাওলানা সাদ আহমদ কান্ধলভীর ছোট ছেলে মাওলানা ইলিয়াস বিন সাদ কান্ধলভীর আমবয়ানের মধ্য দিয়ে শুক্রবার শুরু হয়েছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব।

রোববার সকাল ১০টা থেকে ১১টার মধ্যে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ইজতেমার দ্বিতীয় পর্ব। আখেরি মোনাজাত পরিচালনা করবেন মাওলানা সাদের ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ।

এ সম্পর্কিত আরও খবর