ভ্যানে ফেরি করে সংযোগ দিচ্ছে পল্লী বিদ্যুৎ!

জেলা, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, শ্রীপুর (গাজীপুর), বার্তা২৪.কম | 2023-08-31 05:27:48

‘শেখ হাসিনার উদ্যোগ-ঘরে ঘরে বিদ্যুৎ' প্রতিশ্রুতি বাস্তবায়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ব্যবস্থাপনা বিভাগ।

সরকারের প্রতিশ্রুতি রক্ষায় বিভাগটি নিরলস ভাবে মাঠে কাজ করছে। এই সমিতির আওতায় ভালুকা, ত্রিশাল, মাওনা, শ্রীপুরসহ উপজেলার বিভিন্ন এলাকায় ‘আলোর ফেরিওয়ালা’ নামে একটি কার্যক্রমের মাধ্যমে একযোগে ফেরি করে পল্লী বিদ্যুতের সংযোগ দেয়া হচ্ছে।

ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর শ্রীপুর জোনাল অফিসের ডিজিএম প্রকৌশলী হুমায়ুন কবির জানান, গত রোববার থেকে শুরু হওয়া প্রকল্পের আওতায় অন্তত ১১টি দল একযোগে কাজ করে যাচ্ছেন ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর আওতাধীন এলাকাগুলোতে। গত ৫ দিনে তারা মাওনা, শ্রীপুরসহ কয়েকটি এলাকায় ৪শ গ্রাহককে মিটারসহ বিদ্যুৎ সংযোগ দিয়েছেন।

গ্রাহকরা নিয়মানুযায়ী আবেদন ফি-১০০ টাকা, ভ্যাট-১৫ টাকা, মিটার জামানত-৪০০ টাকা ও সদস্য ফি-৫০ টাকাসহ মোট ৫৬৫ টাকা প্রদান করলেই ঘরে বসে মিটারসহ বিদ্যুৎ সংযোগ পাচ্ছেন বলেও জানান তিনি।

ময়মনসিংহ পল্লীবিদ্যুৎ সমিতি-২ এর জিএম প্রকৌশলী জহিরুল ইসলাম জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি ছিল ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়া। সে প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছে ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২। ইতোমধ্যে তাদের বিদ্যুৎ কর্মীরা ভ্যানযোগে ফেরি করে ঘরে ঘরে মিটার সংযোগ দিচ্ছেন।

দালালদের খপ্পর থেকে রেহাই পেয়ে গ্রাহকরা সহজে ঘরে বসে বিদ্যুৎ পাচ্ছেন এবং এ সুযোগ অনির্দিষ্টকালের জন্য চলবে বলেও নিশ্চিত করেন তিনি।

এ সম্পর্কিত আরও খবর