টাঙ্গাইলে লুঙ্গি কারখানার আগুন নিয়ন্ত্রণে

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, টাঙ্গাইল | 2024-03-10 17:28:35

টাঙ্গাইলে এটিএম লুঙ্গি কারখানায় আগুন লাগার ৪৫ মিনিট পর তা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। আগুন নিয়ন্ত্রণ আনতে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করে। 

রোববার (১০ মার্চ) দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইল সদর উপজেলার ক্ষুদিরামপুর এলাকায় এটিএম লুঙ্গির কারখানায় আগুন লাগে।

এ বিষয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক শফিকুল ইসলাম ভূঁইয়া বলেন, খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটকে খবর দেওয়া হয়। তবে তিনটি ইউনিট কাজ করে ৪৫ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে কী কারণে আগুন লেগেছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণও এখন পর্যন্ত জানা যায়নি।

তিনি আরো বলেন, জায়গাটা রিসাইকেলিং সেন্টার। এখানে জুট থেকে তুলা তৈরি করা হয়। তাই, আগুন অনেকটাই ছড়িয়ে পড়ার সম্ভাবনা ছিল। সে কারণে পাঁচটি ইউনিট ঘটনাস্থলে আনা হয়েছিল।

এ সম্পর্কিত আরও খবর