প্রধানমন্ত্রীর সঙ্গে নেপাল রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট,ঢাকা, বার্তা২৪.কম | 2023-08-28 07:05:47

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ড. চপ লাল ভূষাল।

মঙ্গলবার (১৫ জানুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।

বাংলাদেশে দায়িত্ব পালনে সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান নেপালের বিদায়ী রাষ্ট্রদূত।

সাক্ষাতে বিদায়ী রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের জলবিদ্যুৎ আমদানি করতে আগ্রহী নেপাল। নেপালে অনুষ্ঠেয় বিজনেস সামিটে বাংলাদেশের ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির প্রস্তাব গুরুত্ব পাবে।

নেপালকে সৈয়দপুর বিমানবন্দর ব্যবহার করতে পুনরায় প্রস্তাব দেন প্রধানমন্ত্রী। আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বিবিআইএন এর ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।

বাংলাদেশে অধ্যয়নরত ৪ হাজার নেপালিজ শিক্ষার্থীকে ফুলটাইম ভিসা দিতেও প্রধানমন্ত্রীকে অনুরোধ করেন রাষ্ট্রদূত।

শেখ হাসিনাকে এ অঞ্চলের আঞ্চলিক নেতা উল্লেখ করে নেপালের রাষ্ট্রদূত বলেন, শেখ হাসিনার বর্তমান আমলে নেপাল এবং বাংলাদেশের সম্পর্ক আরও শক্তিশালী হবে।

সাক্ষাৎ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বিদায়ী রাষ্ট্রদূতকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের  ‘সিক্রেট ডকুমেন্টস অব ইনটেলিজেন্স ব্রাঞ্চ’ বই, আওয়ামী লীগের প্রতীক নৌকা এবং দেশে উৎপাদিত চা পাতা উপহার দেন।

এ সময় নেপালের বিদায়ী রাষ্ট্রদূতের স্ত্রী উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও খবর