আইন মেনে দেখুন, সড়কে স্বস্তি ফিরবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-26 16:17:16

গাড়িচালক ও পথচারীদের উদ্দেশ্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ‘আমাদের আইন না মানার এক অপসংস্কৃতি তৈরি হয়েছে। একবার আইন মেনে দেখুন, দুর্বিষহ যানজট থেকে মুক্তির পাশাপাশি সড়কের স্বস্তি ফিরে আসবে।’

মঙ্গলবার (১৫ জানুয়ারি) ট্রাফিক শৃঙ্খলা সচেতনতা পক্ষ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘এবার দেখাতে চাই, আইন মেনে চললে কিভাবে পরিস্থিতির উন্নতি হয়। আজ থেকে ছয় মাস আগেও মানুষ হেলমেট ব্যবহার করতো না। আপনারা সচেতন হয়েছেন তাই এই পরিবর্তন হয়েছে। এটাকে স্থায়ী পরির্বতনে রূপ দিতে চাই।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দয়া করে কেউ মোবাইলে কথা বলতে বলতে মোটরসাইকেল চালাবেন না। যত্রতত্র পার্কিংসহ বেপরোয়া গতিতে গাড়ি চালাবেন না। কারণ সময় বাঁচানোর চেয়ে জীবন বাঁচানো গুরুত্বপূর্ণ।’

এর আগে বিশেষ অতিথির বক্তব্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, ‘নিরাপদ সড়কের দাবিতে কোমলমতি শিশুরা যেসব দাবি রেখেছিল, সেগুলো মাথায় রেখে আবার ট্রাফিক পক্ষ শুরু করলাম।’

সড়কে শৃঙ্খলা ফেরানোর পর ফুটপাতের দিকে নজর দেবেন বলে জানান ডিএমপি কমিশনার।

পুলিশের এই কমিশনার বলেন, ‘ইতোমধ্যে ১৩০টি বাস স্টপেজ চিহ্নিত করেছি। সেখানে সাইনবোর্ড দিয়েছি। তা ছাড়া সিগনাল লাইটগুলো কার্যকর করার চেষ্টা করছি।’

যাত্রী ছাউনিগুলো সুন্দর করার জন্য সিটি করপোরেশনকে অনুরোধ করা হয়েছে বলেও জানান তিনি।

রাজধানীতে ৫৭টি চেকপোস্টের মাধ্যমে ট্রাফিক সদস্যরা ট্রাফিক সচেতনতায় কাজ করবে। এবারের ট্রাফিক পক্ষে আইন প্রয়োগের পাশাপাশি ট্রাফিক শৃঙ্খলা ফিরিয়ে আনাই হবে মূল উদ্দেশ্য।

এ সম্পর্কিত আরও খবর