একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে রাজধানীর মতিঝিল থেকে আট কোটি টাকা উদ্ধারের মামলায় তারেক রহমানের এপিএস মিয়া নুরুদ্দিন আহমেদ অপুকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম এ আদেশ দেন।
মামলাটির তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক আশরাফুল ইসলাম অপুকে ৫ দিন রিমান্ড শেষে অপুকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেছিলেন।
গত ২৫শে ডিসেম্বর একটি আমদানি-রপ্তানিকারী ও ঠিকাদারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক আলী হায়দারকে মতিঝিল থেকে গ্রেপ্তার করে র্যাব। পরে গুলশানের আমেনা এন্টারপ্রাইজের মহাব্যবস্থাপক (অ্যাডমিন) জয়নাল আবেদীন ও অফিস সহকারী আলমগীর হোসেনকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে নগদ আট কোটি টাকা ও ১০ কোটি টাকার চেক জব্দ করা হয়।
এ ছাড়া ঘটনাস্থল থেকে জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর-৩ আসনের বিএনপি প্রার্থী মিয়া নুরুদ্দিন অপুর কাছে টাকা পাঠানোর কাগজপত্র পাওয়া যায়।
গত ৪ জানুয়ারি অপুকে গ্রেফতার করা হয়। এরপর তাকে ৫ দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল।