মাছ ধরতে গিয়ে বজ্রপাতে হাফেজ নিহত

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বরগুনা | 2024-05-07 17:43:39

বিলে মাছ ধরতে গিয়ে বরগুনার আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের কুকুয়া এরশাদ উল উলুম মাদরাসার হাফেজ ছাত্র হাফেজ মোহাম্মদ আবদুল্লাহ (১৫) বজ্রপাতে নিহত হয়েছে।

সোমবার (০৬ মে) সন্ধ্যার পরে বাড়ির পাশে বিলে মাছ ধরার সময় বজ্রপাতে তার মৃত্যু হয়। নিহত হাফেজ মোহাম্মদ আবদুল্লাহ পূর্ব কুকুয়া গ্রামের জসিম উদ্দিন হাওলাদারের পুত্র।

নিহতের স্বজন সূত্রে জানা গেছে, বিকেল থেকে ওই গ্রামসহ আশেপাশে মুষলধারে বৃষ্টিতে বাড়ির পাশের বিলে পানি জমে যায়। সন্ধ্যার পর হাফেজ আবদুল্লাহ ওই বিলে মাছ ধরতে যায়। সেখানে মাছ ধরা অবস্থায় বজ্রপাতে সে নিহত হয়। সংবাদ পেয়ে স্বজনরা তার মরদেহ উদ্ধার করে বাড়ি নিয়ে আসে।

কুকুয়া এরশাদ উল উলুম মাদরাসার পরিচালক হাফেজ মাওলানা মোহাম্মদ ফয়জুল্লাহ মুঠোফোন সত্যতা স্বীকার করে বলেন, শুনেছি আমাদের মাদরাসার হাফেজ ছাত্র মোহাম্মদ আবদুল্লাহ তার বাড়ির পাশে বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মারা গেছে।

নিহতের বাবা মো. জসিম উদ্দিন হাওলাদার বলেন, আমার হাফেজ পুত্র আবদুল্লাহ সন্ধ্যার পরে বিলে জমে থাকা বৃষ্টির পানিতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর