বরিশালে বইছে তাপপ্রবাহ

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বরিশাল | 2024-05-16 15:55:28

টানা কয়দিন স্বস্তির বৃষ্টির পর বরিশালে চলছে ৪৮ ঘণ্টার তাপপ্রবাহ। এটি গত রাত থেকে শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১৬ মে) সকাল নয়টায় ৩৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করলেও বাতাসের আর্দ্রতা ৬৮ শতাংশ।

এজন্য এই গরম অসহনীয় অবস্থায় রূপ নিয়েছে। শীঘ্রই বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

কাজের প্রয়োজনে ঘর থেকে বের হওয়া সাধারণ মানুষ বলছেন, এই গরমে শরীর যেন পুড়ে যাওয়া অবস্থায়।

সরকারি অফিসের কর্মচারী রিয়াজ হোসেন বলেন, একটু হাঁটলেই শরীর ভিজে চুপচুপ অবস্থা। বার বার গলা শুকিয়ে যাচ্ছে, পানি পান করেও যেন তৃষ্ণা মিটছে না।

আর শ্রমিকরা বলছেন, এমন দুর্বিষহ গরমে কাজে নামা দুষ্কর হয়ে পড়েছে। ফলে ছেদ পড়েছে কামাই রোজগারে। স্বাভাবিক দিনে সকাল থেকে দুপুর পর্যন্ত যে পর্যন্ত কাজ করা সম্ভব, আজ হয়নি তার অর্ধেকও। আবার অনেকে তো প্রচণ্ড তাপদাহে কাজেই বের হতে চাচ্ছেন না।

এ সম্পর্কিত আরও খবর