ছেলের ইচ্ছায় বুদ্ধিজীবী কবরস্থানে শায়িত করা হবে বুলবুলকে

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-24 10:13:55

ছেলের ইচ্ছানুসারেই অসংখ্য গানের গীতিকার ও সুরকার আহমদে ইমতয়িাজ বুলবুলকে বুধবার (২৩ জানুয়ারি) মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় সমাহিত করা হবে। আর সাংবাদিকদের এ খবরটি নিশ্চিত করেছেন গীতিকার শহীদুল্লাহ ফরায়েজী।

তিনি সাংবাদিকদের জানান, ছেলে সামীরের ইচ্ছাকে প্রাধান্য দিয়েই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে আহমেদ ইমতিয়াজ বুলবুলের মরদেহ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হিমঘরে রাখা হয়েছে।

বুধবার (২৩ জানুয়ারি) সকাল ১১টয় জনসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ নিয়ে যাওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। এরপর বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে তার প্রথম নামাজের জানাজা অনুষ্ঠিত হবে।

এরপর বিএফডিসিতে দ্বিতীয় জানাজা শেষে মিরপুরের বুদ্ধিজীবী কবরস্থানে তাকে চিরনিদ্রায় শায়িত করা হবে।

মঙ্গলবার (২২ জানুয়ারি) আহমেদ ইমতিয়াজ বুলবুল নিজ বাসা আফতাব নগরে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৬৩ বছর।

এ সম্পর্কিত আরও খবর