চুয়াডাঙ্গায় পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চুয়াডাঙ্গা | 2024-05-25 17:21:36

চুয়াডাঙ্গার জীবননগরে পুকুরে খেলতে নেমে পানিতে ডুবে তাবাসসুম (৬) ও রিতু (৫) নামের দুই বোনের মৃত্যু হয়েছে।

শনিবার (২৫ মে) বেলা দেড়টার দিকে জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের শাখারিয়া গ্রামে এ ঘটনা ঘটে। শিশু তাবাসসুম শাখারিয়া গ্রামের মসজিদ পাড়ার আশরাফুল হকের মেয়ে ও রিতু একই গ্রামের রাজু আহাম্মেদের মেয়ে। তারা সম্পর্কে আপন চাচাতো বোন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম জাবীদ হাসান।

মারা যাওয়া শিশুদের দাদা আবুল কাশেম মন্ডল বার্তা২৪.কমকে বলেন, দুপুরে দুই বোন আমার কাছে বসে খাবার খেয়ে বাড়ির বাইরে খেলতে চলে যায়। কিছুক্ষণ পর তাদের খোঁজ করলে কোথাও পাওয়া যায়নি। একপর্যায়ে গ্রামের একটি পুকুর পাড়ে তাদের স্যান্ডেল পড়ে থাকতে দেখে আমি পুকুরে নেমে ওদের খুঁজতে থাকি, তখন আমার হাতে ওদের মরদেহ উঠে আসে।

স্থানীয় সীমান্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইশাবুল ইসলাম মিল্টন মোল্লা বার্তা২৪.কমকে বলেন,‘খেলার সময় পুকুরে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। মারা যাওয়া শিশুদের মরদেহ তাদের বাড়িতে রয়েছে।

জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম জাবীদ হাসান বার্তা২৪.কমকে বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর