রেমাল মোকাবিলায় বৈঠকে বসেছে আন্তঃমন্ত্রণালয় দুর্যোগ ব্যবস্থাপনা সমন্বয় কমিটি

, জাতীয়

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2024-05-26 11:34:03

ঘূর্ণিঝড় রেমাল মোকাবিলার কৌশল নির্ধারণে আন্তঃমন্ত্রণালয় দুর্যোগ ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভা শুরু হয়েছে। সাধারণত মহাবিপদ সংকেত দেওয়া হলে উচ্চ পর্যায়ের ওই বৈঠক ডাকা হয়।

রোববার (২৬ মে) বেলা সোয়া ১১টায় বৈঠকটি শুরু হয়েছে। বৈঠক শেষে আনুষ্ঠানিক ব্রিফিং করা হবে বলে গণমাধ্যমকর্মীদের জানানো হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মোঃ মহিববুর রহমান। সভায় যোগ দিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোঃ মাহবুব হোসেন, অর্থ বিভাগের সচিব খায়েরুজ্জামান মজুমদার, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মোঃ আলী হোসেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব সাঈদ মাহমুদ বেলাল হায়দর, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোঃ নুরুল আলমসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, অতিরিক্ত সচিব ও পদস্থ কর্মকর্তারা।

এ সম্পর্কিত আরও খবর