শাহ আমানতে ১৭ ঘণ্টা পর ফ্লাইট ওঠানামা শুরু

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম | 2024-05-27 10:36:37

ঘূর্ণিঝড় রিমাল মোকাবিলায় টানা ১৭ ঘণ্টা বন্ধ রাখার পর চালু হয়েছে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা।

সোমবার (২৭ মে) ভোর পাঁচটা থেকে পুনরায় যাত্রী সেবাসহ রানওয়ের কার্যক্রম শুরু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহিম খলিল। তিনি বলেন, ভোর পাঁচটা থেকে বিমানবন্দরের রানওয়ের কার্যক্রম চালু হয়েছে।

এর আগে আবহাওয়া অধিদফতর চট্টগ্রামে ৯ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলায় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে রোববার দুপুর ১২টা থেকে ফ্লাইট ওঠানামা বন্ধ ঘোষণা করা হয়। প্রাথমিকভাবে রাত আটটা পর্যন্ত এ ঘোষণা বহাল থাকবে জানালেও পরে তা সোমবার ভোর পাঁচটা পর্যন্ত উন্নীত করা হয়।

এ সম্পর্কিত আরও খবর