পল্টন থানা ছাত্রলীগের সভাপতিসহ ১৭  জনের বিরুদ্ধে মামলা

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-09-01 20:55:17

পুলিশের কাজে বাধা ও মারামারির জের ধরে পল্টন থানা ছাত্রলীগের সভাপতি শেখ নাজমুল হোসাইন মিরনসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা করেছে পল্টন থানা পুলিশ।

মঙ্গলবার (২২ জানুয়ারি) পল্টন থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল করিম মামলার বিষয়টি বার্তা২৪. কমকে নিশ্চিত করেন।

তিনি বলেন, পুলিশ ও ভুক্তভোগী বাদী হয়ে আটক উভয় পক্ষের ১৮ জনের বিরুদ্ধে দুইটি মামলা হয়েছে। এর আগে বিকেলে তাদেরকে আটক করা হয়।

রেজাউল করিম বলেন, আটককৃতরা পল্টনে একটি বহুতল ভবনের ভেতরে তুহিন নামে এক ব্যক্তির কাছে টাকা দাবি করেছিলেন। শেখ নাজমুল হোসাইন মিরন দাবি করে, তুহিনের কাছে থেকে ধারের টাকা পায় সে। এ নিয়ে তাদের মধ্যে ঝামেলা হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে তারা পুলিশেরও ওপরও চড়াও হয়। এরপর পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসে।

ঘটনার সত্যতা স্বীকার করে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বার্তা২৪.কমকে বলেন, আযাদ প্রডাক্টস বিল্ডিংয়ের ১৮ তলায় মারামারি করা আর পুলিশের কাজে বাধা দেওয়ায় মিরন ও তুহিনের পক্ষের ১৮ জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

এ সম্পর্কিত আরও খবর