ঘূর্ণিঝড় রিমাল: পটুয়াখালীতে তিনজনের মৃত্যু

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা ২৪.কম, পটুয়াখালী | 2024-05-28 00:53:36

ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে শেষ খবর পাওয়া পর্যন্ত পটুয়াখালী জেলায় তিন জনের মৃত্যু হয়েছে। 

নিহতরা হলেন কলাপাড়া উপজেলার মো. শরীফ (২৭), বাউফল উপজেলার করিম আলী (৬৫) ও দুমকি উপজেলার জয়নাল হাওলাদার (৭০)।

সোমবার (২৭ মে) রাতে জেলা দুর্যোগ ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা সুমন দেবনাথ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

খোঁজ নিয়ে জানা যায়, নিজের বোন ও ফুফুকে বাঁচাতে গিয়ে মো. শরীফ (২৭) নামের একজন নিহত হয়েছেন। রবিবার (২৬ মে) দুপুরে কলাপাড়া উপজেলায় ধূলাসর ইউনিয়নের কাউয়ারচর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শরীফ অনন্তপাড়া এলাকার আবদুর রহিমের ছেলে।

এদিকে সোমবার (২৭ মে) ঘূর্ণিঝড় রিমাল চলাকালীন গাছ চাপায় বাউফল উপজেলার রনাজিরপুর ইউনিয়নের ধানন্দী গ্রামের সোবহান আলীর ছেলে করিম আলী (৬৫) ও দুমকি উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের নলদোয়ানী এলাকার আজিজ হাওলাদারের ছেলে জয়নাল হাওলাদার (৭০) নামে দুইজন নিহত হয়েছেন।

নিহতদের দাফন কাফনের জন্য তাৎক্ষণিক সরকারি সহায়তা নিশ্চিত করা হয়েছে বলেও জানিয়েছেন সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ।

এদিকে ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ করছে জেলা প্রশাসন।

এ সম্পর্কিত আরও খবর