নীলফামারীতে শিয়ালের কামড়ে শিশুসহ আহত ২০

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নীলফামারী
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নীলফামারীতে শিয়ালের কামড়ে শিশুসহ প্রায় ২০ জন আহত হয়েছেন। এঘটনায় আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

শনিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় সদরের সোনারায় ইউনিয়নের জাকিরগঞ্জ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

আহতরা হলেন- সোনারায় হাজিগঞ্জ এলাকার খয়রাত হোসেন (৭০), সুনীল চন্দ্র (৫৫), ওবায়দুল ইসলাম (৩৫), আব্দুল লতিফ (৪৮), গৌরি রানী (২৮), সাইদার আলী (৪৮), নাসিমা খাতুন (৩৮) ও শিশু রিয়া মনিসহ প্রায় ২০জন।

নীলফামারী সদর উপজেলার সোনারায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম শাহ বলেন, সন্ধ্যার পর থেকে একদল শিয়াল ডাঙ্গা থেকে উঠে এসে গ্রামে ঘুরাঘুরি করছিলো। এসময় একটি মসজিদ থেকে এক লোক নামাজ পড়ে বের হওয়ার সাথে সাথে শেয়াল তাকে কামড় দেয়। তিনি চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে তখন কয়েকটি শিয়াল তাদের কামড় দিয়ে পালানোর চেষ্টা করে এসময়ে স্থানীয়রা একটি শিয়ালকে পিটিয়ে মারে।

তিনি আরও বলেন, এঘটনার পরে আমি আহতদের বাড়িতে গিয়ে খোঁজ খবর নিয়েছি। শিয়ালের কামড়ে প্রায় ২০ জন আহত হয়েছে। সোনারায় থেকে নীলফামারী সদর জেনারেল হাসপাতাল দূরে হওয়ায় অনেকে আশপাশের পল্লী চিকিৎসকের কাছে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। কয়েকজন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে এসেছে কাল সকালে গিয়ে ভ্যাকসিন দিবেন।